রবিবার ত্রিপুরা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেত্রী(Tmc Leader) সায়নী ঘোষ। এই নিয়ে একেবারে প্রতিবাদের ঝড় উঠে গেছে ঘাসফুল শিবিরে।
নিজের দলের যুবনেত্রীর গ্রেফতারির খবর শুনেই রবিবার রাতেই আগরতলায় যেতে উদ্যোগী হয়েছিলেন তৃণমূলের(Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগেও দেবাংশু ভট্টাচার্য ও সুদীপ রাহাকে ত্রিপুরা পুলিশ গ্রেফতার করার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা গিয়েছিলেন তাঁদের পাশে দাঁড়াতে।
কিন্তু বিমান নামার ক্ষেত্রে অনুমতি পাওয়া গেল না এবার।
এই ক্ষেত্রে অনুমতি না পাওয়ার ক্ষেত্রে জটিলতার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রবিবার ত্রিপুরা যেতে পারেননি।
সূত্রের খবর, ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন তৃণমূল নেতৃত্ব।
সেভাবে প্রস্তুতিও নেওয়া চলছে তৃণমূলের উচ্চস্তরে।
কারণ ত্রিপুরায় বারবার নানা ভাবে আক্রান্ত হচ্ছে তৃণমূল(Tmc)।
তৃণমূল সূত্রে খবর, অভিষেক সোমবার যাবেন আগরতলায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে তিনি সভাও করবেন ত্রিপুরার মাটিতে।
সূত্রের খবর, আগরতলা সহ কয়েকটি বিমানবন্দরে সন্ধ্যা ৭টার পর বিমান চলাচল বন্ধ থাকার নিয়ম রয়েছে।
আর ওই সময়সীমার মধ্যে অভিষেক যেতে পারেননি ত্রিপুরায়(Tripura)।
যদিও রাত ৮টার বিমানে তিনি আগরতলায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
কিন্তু নির্দিষ্ট সময়সীমার বাইরে অভিষেককে বিমানে আগরতলা পৌঁছানোর অনুমতি দেওয়া হয়নি।
এদিকে তিনি সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে(Airport) পৌঁছেও গিয়েছিলেন।
সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে অনুমতি নেই তাই ফিরে আসতে হয়।
সেই কারণে শেষ মুহূর্তে তাঁর কর্মসূচি বাতিল করা হয়।
এরপরই ঠিক হয় যে রবিবারের পরিবর্তে সোমবার ত্রিপুরায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।