এবারের আইপিএল নিয়ে দর্শকমহলে রয়েছে টানটান উত্তেজনা। কারন এবারের আইপিএলে অনেক কিছুতেই বদল এসেছে। যেমন সিএসকের নতুন অধিনায়ক রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে ২০২১ আইপিএলের পরেই নাকি নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রবীন্দ্র জাডেজাকেই কথার ছলে নাকি সেকথা বলেন ধোনি। এমনটাই জানালেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
সূত্রের খবর দলের সিইও বিশ্বনাথন বলেছেন, ‘‘জাডেজা (Ravindra Jadeja) আমাকে আগেই বিষয়টা জানিয়ে ছিল। গত বছর আইপিএলের পর ধোনি ওকে এমন একটা ইঙ্গিত দিয়েছিল।’’
আরও পড়ুন: Ishan Porel: ইশান পোড়েলের মায়ের সঙ্গে ‘দুর্ব্যবহার’ চিকিৎসকের!
অন্যদিকে সিএসকে নেট মাধ্যমে সিইও-র একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই বিশ্বনাথ বলেছেন, ‘‘খবরটা প্রথম শুনে খানিকটা বিস্মিত হয়েছিলাম। সে সময় ধোনির দিক থেকে এমন একটা বার্তা প্রত্যাশা করিনি। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। সিএসকে-র জন্য ধোনি যা ভাবে বা করে সেটা ফ্র্যাঞ্চাইজির ভালর জন্যই। ও আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, একজন অধিনায়ক, একজন উইকেটরক্ষক, একজন অলরাউন্ডার। আমার বিশ্বাস ও যা করে, যা সিদ্ধান্ত নেয় সেগুলো সিএসকে-র জন্য সঠিকই হয়। আমি জানি ওর কাছে সবার আগে সিএসকে-র স্বার্থ।’’ (Ravindra Jadeja)