আইপিএলের এই মরসুমে খুব একটা ভালো ফর্মে নেই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাঁকে অধিনায়ক ঘোষণা করে চেন্নাই। কিন্তু আট ম্যাচ পরে সেই দায়িত্ব ফের মহেন্দ্র সিংহ ধোনির হাতে তুলে দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিজের খেলায় মন দিতে চান তিনি। তবে তার পরেও তাঁর খেলায় সেরকম উন্নতি হয়নি। যদিও জাডেজার ফর্ম নিয়ে ভাবতে নারাজ দলের কোচ স্টিফেন ফ্লেমিং।

জাডেজা (Ravindra Jadeja) প্রসঙ্গে ফ্লেমিং বলেন, ‘‘আমি খুব একটা চিন্তিত নই। টি২০ ম্যাচে পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নামলে খুব বেশি সময় পাওয়া যায় না। প্রথম বল থেকেই বড় শট খেলার চেষ্টা করতে হয়। সব সময় সেটা করা সম্ভব নয়। আমাদের দেখতে হবে দলের জন্য সব থেকে ভাল ব্যাটিং অর্ডার কী হতে পারে। তবে জাডেজার ফর্ম নিয়ে চিন্তা করছি না।’’

আরও পড়ুন: Ajaz Patel: জার্সি নিলাম করলেন অজাজ প্যাটেল

ফ্লেমিং আরও বলেন, ‘‘আমরা সব ক্ষেত্রে খারাপ খেলেছি। খারাপ বল করেছি। গুরুত্বপূর্ণ ক্যাচ ফস্কেছি। ব্যাটাররাও সব সময় ছন্দ পায়নি। তাই ব্যক্তিগত কাউকে হারের জন্য দায়ী করতে চাই না। আইপিএলের মতো বড় প্রতিযোগিতায় এটা হতেই পারে।’’