গরুপাচার মামলার (Cattle Smuggling Case) তদন্তে অনুব্রত মণ্ডলের গতিবিধির ওপর নজর রাখতে এবার তৃণমূল নেতার কাছে পাসপোর্ট চাইল সিবিআই।গোয়েন্দাসংস্থার তরফ থেকে আধার, প্যান ও এপিক কার্ডও চেয়ে পাঠানো হয়েছে। বাকি নথিগুলি সব জমা দিলেও পাসপোর্ট জমা দেয়নি অনুব্রত।আর এরপরই তিনি সিবিআইকে জানান, তাঁর কোনও পাসপোর্ট নেই।

 

সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতার ওপর নজরদারি রাখতেই চাওয়া হয়েছে পাসপোর্ট। এমনকি এবিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। যাতে অনুব্রত মণ্ডল বাইরে গেলেও তাঁর ওপর নজর রাখতে পারে। তবে অনুব্রতর পাসপোর্ট রয়েছে কী না, তা জানতে রিজিওনাল পাসপোর্ট অফিসে যোগাযোগ করছে সিবিআই।

 

ইতিমধ্যেই সিবিআই কে চিঠির মাধ্যমে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানায় ২১ মে’র পর সিবিআই র কাছে হাজিরা দেবেন তিনি।আর তার জন্যই সিবিআই এর তরফ থেকে অনুব্রত মণ্ডলের গতি বিধির উপর থাকবে কড়া নজর। প্রায় ১ মাস তিনি কোথায় যাবেন সমস্ত কিছুর উপর নজর সিবিআই এর । সিবিআই সূত্রে খবর অনুব্রত মণ্ডল বলেছেন তার কোন পাসপোর্ট নেই । আদেউ তা সত্যি নাকি তিনি বিষয়টি লুকিয়ে যাচ্ছেন সে বিষয়ে কড়া নজর সিবিআই এর । ইতিমধ্যেই সিবিআই টিম পাসপোর্ট অফিস এবং এয়ারপোর্ট অথরিটি সাথে যোগাযোগ করেছে বলে সূত্রে খবর।

 

আরো পড়ুন:Anubrata : ‘নড়তে পারছেন না অনুব্রত’,হাজিরা এড়ালেন কেষ্ট