ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) শুরু হয়েছে নতুন যুগ। এককথায় রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় যুগ। সামনেই আসছে টি-২০ বিশ্বকাপ। তার কথা মাথায় রেখে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বলে আগেই জানিয়েছেন রোহিত। এমনকি আগামী বছরের এক দিনের বিশ্বকাপ নিয়েও চিন্তাভাবনা করছে দল। এই ভারতীয় দলে কাকে বাদ দেওয়া অসম্ভব, তার নাম জানালেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

বিক্রমের কথায়, ভারতীয় দলে যে তিন ক্রিকেটারের দিকে নজর দেওয়া হচ্ছে তাঁরা হলেন ঋষভ পন্থ, লোকেশ রাহুল ও শ্রেয়স আয়ার। তাঁরা প্রত্যেকেই আইপিএলে অধিনায়কের দায়িত্বে রয়েছেন। এই তিন জনের মধ্যে আবার পন্থকে বেশি নম্বর দিচ্ছেন বিক্রম। তাঁর মতে গত কয়েক বছরে পন্থ এতটা পরিণত হয়েছেন যে তাঁকে তিন ফরম্যাটের দল থেকেই বাদ দেওয়া অসম্ভব। (Indian Cricket)

আরও পড়ুন: Shubman Gill: শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী

সূত্রের খবর, পন্থের বিষয়ে কথা বলতে গিয়ে বিক্রম বলেন, ‘‘হঠাৎ করে ও অনেক পরিণত হয়েছে। ও যে এই দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটা পন্থ জানে। ধীরে ধীরে আরও উন্নতি করছে ও। কিন্তু এখনও অনেক উন্নতি করতে হবে পন্থকে।’’ (Indian Cricket)