সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলার দুই ফুটবলারকে চাকরি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৯ মে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়া এবং বিদ্যুত্‍ মন্ত্রী অরূপ বিশ্বাস।

 

জানা যায় ৭৫ তম সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। কেরলের কাছে হারলেও দুরন্ত ফুটবল খেলেছিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। এবার সেই বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার ও স্ট্রাইকার দিলীপ ওঁরাওকে চাকরি দিল রাজ্য সরকার।বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটা থেকে এই চাকরি দেওয়া হবে। আগামী ৯ মে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।দুই ফুটবলারই অভাবের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন। এখনও সংসারে অনটন প্রকট।

 

প্রসঙ্গত, গত সোমবার সন্তোষ ফাইনাল শুরু হওয়ার খানিকক্ষণ আগেই চুঁচুড়ায় মনোতোষ চাকলাদারের বাড়ির চাল উড়ে গিয়েছিল কালবৈশাখীর দাপটে। মাঠে নামার আগে কেরলে বসে সে খবর শুনেছিলেন মনোতোষ। দিলীপ দমদম নাগের বাজারের ছেলে। একটি ঘুপছি গলির ভিতর ছোট্ট একটা ঘর থেকে লড়াই করেই এই জায়গায় উঠে এসেছেন বাংলা দলের স্ট্রাইকারটি। বাংলাকে ফাইনালে এগিয়ে দেওয়ার গোলটিও এসেছিল দিলীপের বুট থেকেই। মনোতোষ ও দিলীপের নিয়োগের সিদ্ধান্তে খুশি ময়দান। অনেকেই বলছেন, এই রকম অনেক প্রতিভা আর্থিক নিরাপত্তার অভাবে মাঠ থেকে হারিয়ে যান। দিলীপ ও মনোতোষের জন্য রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই প্রশংসনীয়।

 

আরো পড়ুন:Mamata Banerjee:তৃণমূল সরকার করেছে ‘লক্ষীর ভান্ডার’, আর বিজেপি করেছে ‘কুত্‍সার ভান্ডার’: মমতা