টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন ভারতের সন্তান নীরজ চোপড়া (Neeraj Chopra)। যদিও নীরজ মনে করেন এখনও নিজের সেরা ফল করতে তিনি পারেননি। আর সেই জন্যই তিনি প্রস্তুত হচ্ছেন। চলতি বছরে ৯০ মিটার জ্যাভলিন ছুড়ে সেই লক্ষ্যে পৌঁছতে চান হরিয়ানার এই ভূমিপুত্র। প্রসঙ্গত, ২৪ বছর বয়সি এই তারকা টোকিয়ো অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন জ্যাভলিন ছুড়ে। শুটিংয়ের অভিনব বিন্দ্রার পরে তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিক্স থেকে ব্যক্তিগত বিভাগে জিতেছেন সোনা।
সূত্রের খবর, নীরজ (Neeraj Chopra) জানিয়েছেন, ৯০ মিটার ছুঁড়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া এবং এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস-এ ফের সোনা জেতা তাঁর লক্ষ্য। তিনি বলেছেন, ‘‘আমি সব সময়েই বলি, এ পর্যন্ত যা করেছি, তা সেরা নয়। আমি বিশ্বাস রাখি, আগামী দিনে আরও ভাল ফল করতে পারব। দেশের মানুষ আমার উপর আস্থা রাখায় ভাল লাগে।’’ তিনি আরও বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই ৯০ মিটার ছোড়ার চেষ্টা করছি। আশা করছি, খুব দ্রুত ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারব। আমার ওপর কোনও চাপ নেই। কিন্তু গতি ও শক্তিকে কাজে লাগিয়ে এ বছরেই এই সাফল্য পেতে চাই।’’
পাশাপাশি নীরজ (Neeraj Chopra) বলেন, ‘‘অলিম্পিক্সের সোনা আমার আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে। এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের পোডিয়ামে দাঁড়াতে চাই
জুলাই মাসে।’’