ফুলের কথা আসলেই সবার প্রথমে আমাদের মাথায় যে নামটা আসে সেটা হল গোলাপ(Rose)। গোলাপ যেমন দেখতে সুন্দর তেমনিও গোলাপের গুণাবলী অনেক। বর্তমান যুগে মানুষ নিজের সৌন্দর্য বাড়াতে নানারকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু এই সমস্ত রাসায়সনিকযুক্ত প্রসাধনী ব্যবহার না করে সৌন্দর্যচর্চায় ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে। এর একটা উদাহরণ হল গোলাপ। প্রাচীন কাল থেকেই রূপচর্চায় গোলাপ ব্যবহৃত হয়ে আসছে। আজকে জেনে নিন প্রাকৃতিক উপায়ে গোলাপের ব্যবহার।

 

 

মুখের উজ্জ্বলতা এবং বলিরেখা দূর করতে গোলাপ অনেক কার্যকরী।আপনি নিজেই বাড়িতেই তৈরি করতে পারেন। গোলাপ ফুলের পাপড়ি জলে ভিজিয়ে রেখে তৈরি করা হয় গোলাপ জল।এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে, যা চেহারার বলিরেখা দূর করে ত্বককে টানটান করে।গোলাপফুলের রস ত্বককে সতেজ রাখে এবং ত্বকের রুক্ষতা দূর করবে।

 

 

গোলাপের (Rose)পাপড়ি বেটে পরিমাণমতো বেসনের সঙ্গে গোলাপজল দিয়ে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন, সাথে মেশানো খানিকটা টক দই। ত্বক খুব শুকনো হলে কিছুটা দুধের সরও দিতে পারেন। মাস্কের মতো পুরো মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।ত্বক উজ্জ্বল, টানটান ও মসৃণ করবে।

 

ঠোট গোলাপি এবং কালো ভাব দূর করতে গোলাপের স্ক্রাব ব্যবহার করতে পারেন।ঠোঁটে উজ্জ্বলতা আনতে গোলাপের পাপড়ি বেটে তার সাথে লেবুর রস আর মধু মিক্স করে ঠোটে স্ক্রাবার হিসাবে সার্কুলেশন মোশনের ঘষুন। তারপর হালকা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে এবং ঠোট গোলাপি হবে।

 

চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতেও গোলাপের(Rose) পাপড়ি বিশেষ কাজ করে। একটা পাত্রে গোলাপের পাপড়িগুলো কে জলে ভিজিয়ে রেখে। সেই গোলাপে জলে পরিষ্কার তুলো ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে থাকুন। নিয়মিত ব্যবহারের চোখের নিচে কালো ভাব দূর হয়ে যাবে।

Image source -Google

আরও পড়ুন Neem:জেনে নিন ত্বকের যত্নে নিমের ঔষধি গুনাগুন