রাজ্যজুড়ে চলতে থাকা নারী নির্যাতনের প্রতিবাদে বুধবার সিউড়িতে এক আইন অমান্য মিছিলের আয়োজন করা হয় বিজেপি-র পক্ষ থেকে। সেই মিছিলে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। মিছিল চলাকালীন আহত হন তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

 

সূত্রের থেকে পাওয়া খবর অনুসারে, মিছিল চলাকালীন পুলিশের ব্যারিকেড বিরোধী দলনেতার পায়ে পড়ে যায় এবং আঘাত লাগে তাঁর।চিকিত্‍সকরা জানিয়েছেন, শুভেন্দুবাবুর পায়ের স্ক্যান করা হয়েছে। সেখানে ফ্র্যাকচারের কোনও চিহ্ন নেই।শুভেন্দু বলেন, ‘তিন এবং চার নম্বর আঙুলের মাঝখানে একটা ক্র্যাক রয়েছে। ১৫ দিন এই প্লাস্টার রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘সবাই দেখেছে কারা করেছে। আমি কাউকে দোষ দিতে চাই না।’

 

জানা যায় বগটুইকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে সিউড়ি শহরে আইন-অমান্য কর্মসূচি ছিল বিজেপির। দুপুরের আগে থেকেই জমায়েত হন বিজেপি কর্মীসমর্থকরা। সেই কর্মসূচিতে যোগ দিতেই যান শুভেন্দু। বিজেপির মিছিল সিউড়ি জেলাপ্রশাসন ভবন মোড়ের দিকে এগোতেই ব্যারিকেড দিয়ে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধ্স্তাধস্তি শুরু হয়। ওই ধস্তাধস্তির মধ্যে পড়ে যান শুভেন্দুবাবু।

 

আরো পড়ুন:Rudranil ghosh:নাম না উল্লেখ করে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রুদ্রনীলের