এবারের আইপিএলের নিলামে প্রথমে উমেশ যাদবকে (Umesh Yadav) কেউ কেনেনি। শেষে, ২ কোটি টাকায় তাঁকে কেনে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রথম ম্যাচ থেকেই ছন্দে রয়েছেন এই ডান হাতি জোরে বোলার। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি নিয়েছেন ১০ টি উইকেট।

কলকাতা নাইট রাইডার্সে খেলার সুবাদে উমেশ যাদবকে (Umesh Yadav) কাছ থেকে দেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তিনি মনে করেন, উমেশ যে ছন্দে রয়েছেন তাতে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া উচিত। উমেশের প্রসঙ্গে সাউদি বলেন, ‘‘আমি ওর ভক্ত। উমেশ দুরন্ত বোলার। আরসিবি ও কেকেআর-এর হয়ে খেলার সময় বেশ কিছু ম্যাচে ওর সঙ্গে নতুন বলে বল করার সুযোগ পেয়েছি। উমেশ যে ছন্দে রয়েছে তাতে ভারতের টি২০ দলে ওর সুযোগ না পাওয়ার কোনও কারণ নেই। সামনেই বিশ্বকাপে ওর কথা মাথায় রাখতে পারে দল।’’

আরও পড়ুন: Rohit Sharma: আবারও বড় অঙ্কের জরিমানা রোহিতের

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘এটাই এই প্রতিযোগিতার সব থেকে ভালো দিক। বেশ কয়েক জন ভাল মানের ভারতীয় জোরে বোলারের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যায়। উমেশ (Umesh Yadav) প্রথম থেকেই যে ছন্দে রয়েছে সেটা দলের জন্য খুব ভালো।’’