স্পেনের এক ফুটবলার স্যান্টি মিনা (Santi Mina)। যৌন নিগ্রহের অভিযোগে কারাবাস হল তাঁর। ২০১৭ সালের একটি ঘটনায় দোষী প্রমাণিত হয়েছেন স্যান্টি মিনা নামে ওই ফুটবলার।

স্যান্টি মিনা (Santi Mina) নামে ওই স্ট্রাইকারকে চার বছর কারাবাসের পাশাপাশি ৫০ হাজার ইউরো জরিমানার শাস্তিও শুনিয়েছে স্পেনের আদালত। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আবেদন করেন অনূর্ধ্ব ২১ জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার। কিন্ত শীর্ষ আদালতে তাঁর আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল থাকল।

আরও পড়ুন: Nicholas Pooran: সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হলেন পুরান

এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনেন স্যান্টির (Santi Mina) বিরুদ্ধে । মিনার আইনজীবী আদালতে দাবি করেন, কোনও হেনস্থার ঘটনা ঘটেনি। প্রাপ্ত বয়স্ক দু’জনের সম্মতিতেই ওই সম্পর্ক হয়েছিল। যদিও তিনি তাঁর দাবির পক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি বিচারকের সামনে। সরকারি আইনজীবী অভিযুক্ত ফুটবলারের আট বছরের কারাবাস দাবি করেন।