শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে ফাটল। বন্ধ রাখা হয় বিমান (airport)পরিষেবা। বিমানবন্দরে ফাটলের জেরে একদিনে এগারোটা বিমান বন্ধ করা হয় বাগডোগরা থেকে । উড়ান পরিষেবা বন্ধ থাকায় চরম অসুবিধার মুখোমুখি হতে হয় যাত্রীদের ।
সূত্রের খবর অনুসারে এপ্রিল মাসেই বাগডোগরা বিমানবন্দরে(airport) রক্ষণাবেক্ষণ করার কথা ছিল কিন্তু তার আগেই ফাটল দেখা দেওয়ায় তড়িঘড়ি কোন রকম দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। মঙ্গলবার সকালে আমেদাবাদ বাগডোগরা, কলকাতা বাগডোগরা, এবং দিল্লি বাগডোগরা বিমান নামার পরে সকাল এগারোটা নাগাদ রানওয়েতে ফাটলের খবর আসে । দুটি বিমান অবতারণ করা পর থেকেই তারপর থেকে কোন বিমান নামার অনুমতি দেওয়া হয়নি।
বিমানবন্দর (airport)সূত্রের খবর অনুসারে রানওয়ে মেরামতির কাজ দ্রুত শুরু হয়ে গেছে । মেরামতির জন্য অন্তত চার ঘন্টা সময় লাগবে বলে জানান বিমান কর্তৃপক্ষ।অন্যদিকে ফাটল ধরা পড়ায় অনেক যাত্রী বিমানে উড়তে না পেরে শিলিগুড়ি চলে আসে। তবে বিমান কর্তৃপক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যতক্ষণ না পুরোপুরি মেরামতির কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ বিমান পরিষেবা চালু করা যাবে না।
আরও পড়ুন Sexual harassment: আয়ার কাজ করতে গিয়ে যৌনহেনস্থার শিকার