এবারের আইপিএলে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দলে মন্দা দেখা দিয়েছে। কারণ প্রথম তিন ম্যাচেই হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। অবশ্য আত্মবিশ্বাস হারাচ্ছেন না রোহিত।
পাঁচ বারের চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবলের নবম স্থানে রয়েছে। গত বুধবার কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স প্রায় একার হাতেই ম্যাচ বের করে নিয়েছেন। টানা ব্যর্থতার জন্য রোহিত (Rohit Sharma) অবশ্য দলের কাউকে দোষারোপ করতে চান না।
আরও পড়ুন: Shoaib Akhtar: ঘোর সমস্যায় পড়েছিলেন শোয়েব, বাঁচিয়েছিলেন সৌরভ
এবিষয়ে রোহিত (Rohit Sharma) জানিয়েছেন, ‘‘আমরা কাউকে ব্যক্তিগত ভাবে দোষারোপ করতে পারি না। দায় আমাদের সকলের। আমরা সকলেই হেরেছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘সকলের মধ্যেই একটা মরিয়া ভাব কাজ করছে। মরিয়া ভাবটাই ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায়। কারণ এখানে বিভিন্ন প্রতিপক্ষ রয়েছে। সকলেই আলাদা। সব দলই বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা নেয়। আমাদের শুধু ওদের থেকে এগিয়ে থাকতে হবে। আমাদের সকলের উপরে থাকতে হবে। এটা আমরা তখনই করতে পারব যখন সকলে আরও খিদে অনুভব করব। সকলে ব্যাট এবং বল হাতে আরও একটু মরিয়া হব।’’