আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের ডিপিএস একাডেমি স্টেডিয়ামে (DPS Academy Stadium)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্রথমে ব্যাট এ নেমে 18.5 ওভারে 128 করে অলআউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।কোন প্লেয়ারে পিচে 4 ওভারে বেশি টিকতে না পারায় 129 এর ডিফেন্ডিং রান ও বানাতে কেকেআর (KKR), রাসেলের ব্যাট এ 17 বলে 25 রান আসে, যেটি এই ম্যাচে কেকেআর এর সর্বোচ্চ রান হয় (RCBvKKR)।

129 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) 19 ওভার 2 বলে 7 উইকেটে 132 রান করে আজকের ম্যাচের 2 পয়েন্ট এর নামে করে নেয়।

যদিও IPL এবছরের গত মেঘ গুলো দেখে এই ম্যাচের লক্ষ্যমাত্রা রান কে অনেকটা ছোট মনে হয় কিন্তু আজকের দুটি টিমেরই এই রাত অর্জন করতে অনেকটা কসরত করতে হয়েছে।

আজকের ম্যাচের পিচ টিকে স্লো এবং বোলিং পিচ মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। যার দরুন আজকের দুটি টিমের 5 এর বেশি উইকেট পড়েছে।