এবার বারাসাত সাংগঠনিক জেলা কমিটির পদ থেকে গণ ইস্তফা।রবিবার বিজেপির (BJP) বারাসাত জেলা কমিটির ৬৯ জন সদস্যের মধ্যে ১৫ জন ইস্তফা দিয়ে দিলেন কমিটি থেকে।ইতিমধ্যেই তাঁদের পদত্যাগের চিঠি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পৌঁছে গিয়েছে।
তবে কী কারণে এই পদত্যাগ?সূত্রের খবর চিঠিতে বিজেপির (BJP) বারাসাত সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন পদত্যাগীরা। তাঁদের অভিযোগ, ‘কামিনী কাঞ্চন’-এর বিনিময়ে তাপসবাবু বিভিন্ন জায়গায় নিজের পছন্দের লোকদের পদ বিলি করছে। জেলার পুরানো ও বর্ষীয়ান সদস্যদের কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না। তৃণমূলের সঙ্গে দলের জেলা সভাপতির গোপন আঁতাতের অভিযোগও তুলেছেন পদত্যাগী বিজেপি নেতারা। বিদ্রোহী বিজেপি নেতাদের বক্তব্য, জেলা সভাপতি তাপস মিত্র দীর্ঘদিনের বরিষ্ঠ কার্যকর্তাদের সম্মান দিচ্ছেন না। অযোগ্য লোকেদের মুড়ি-মুড়কির মতো পদ বিলি করছেন। ‘কামিনী কাঞ্চন’ ও অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের পুরভোটের টিকিট বিলি করেছেন তিনি। শাসকদলের নেতাদের অঙ্গুলিহেলনে জেলার সংগঠনকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন।
যদিও এই সব প্রসঙ্গে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রের দাবি,-“তিনি কোনও টাকার বিনিময়ে প্রার্থী করেননি। শাসক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। যদি টাকার বিনিময়ে কেউ প্রার্থী হয়ে থাকে, প্রমাণ করতে পারলে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন”।
আরো পড়ুন:Mamata Banerjee:’মাওবাদীদের নামে পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি’ দাবি মমতার