রবিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) সাথে মুখোমুখি হয়েছিল আরসিবি। সেই ম্যাচেই স্কোরবোর্ডে দু’শোর বেশি রান তোলে আরসিবি। কিন্তু পঞ্জাব কিংস তাদের হারিয়ে দেয় ৫ উইকেটে। ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলী ভালো খেলা সত্ত্বেও শেষ হাসি হাসল পঞ্জাব।

রবিবার আরসিবি-র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস (Punjab Kings) অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। আরসিবি-র হয়ে ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি ফ্যাফ ডুপ্লেসি এবং অনুজ রাওয়ত।

আরও পড়ুন: MS Dhoni: আইপিএলে নতুন নজির ধোনির, ভাঙলেন দ্রাবিড়-সচীনের রেকর্ডও

প্রথম উইকেটে ৫০ উঠে যায়। অন্যদিকে দ্বিতীয় উইকেটে উঠে যায় ১১৮ রান। কোহলী নন, এই জুটিতে বড় ভূমিকা নিয়েছিলেন ডুপ্লেসিই। তিনি বিন্দুমাত্র চাপ ছাড়াই পঞ্জাবের (Punjab Kings) বোলারদের মাঠের বাইরে পাঠাতে থাকেন। সব থেকে বেশি মার খান ওডিন স্মিথ।

তবে দু’শোর গন্ডি যে আরসিবি পেরল, তার পিছনে মূল কৃতিত্ব দীনেশ কার্তিকেরই। ১৪ বলে তাঁর অপরাজিত ৩২ রানের ইনিংসে রয়েছে তিনটি চার এবং তিনটি ছয়। নির্ধারিত ওভারে ২০৫ রান তোলে আরসিবি। মনে করা হয়েছিল বিপক্ষের বিপুল রান পঞ্জাবকে চাপে ফেলবে। তবে তা সত্ত্বেও জয়ের শেষ হাসিটা হাসল পাঞ্জাব কিংস (Punjab Kings)।