ফিফার (FIFA World Cup) তরফে এবার জানানো হয়েছে ভুবনেশ্বর, গোয়া এবং মুম্বাইয়ে হবে এ বারের অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের ম্যাচ। যুবভারতীতে হবে না অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের কোনও ম্যাচ।

সুত্রের খবর, ২০২০ সালে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির কারণে সেই সময় অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। সেই বিশ্বকাপ হবে এই বছর। মোট ১৬টি দল খেলবে এই প্রতিযোগিতায়। আয়োজক দেশ হিসেবে ভারত ছাড়াও ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, চিলি, চিন, কলোম্বিয়া, জাপান এবং নিউজিল্যান্ড। বাকি দলগুলির যোগ্যতা অর্জন এখনও বাকি রয়েছে। ২৪ জুন জুরিখে সেই ১৬টি দলের ড্র হবে। (FIFA World Cup)

আরও পড়ুন: CSK: শেষ মুহূর্তে ফিল্ডিং পরিবর্তন করে জয় সিএসকের

এবিষয়ে ফিফার (FIFA World Cup) মহিলা ফুটবল প্রধান সারাই বেয়ারমান বলেন, “বিশ্বে এখনও যোগ্যতা অর্জন পর্ব চলছে, তার মধ্যেই আমরা জানাচ্ছি কবে ড্র হবে এবং ভারতের কোন তিনটি শহরে বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে।”