রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই-লখনউ। ওই ম্যাচে শতরান করলেন কেএল রাহুল (KL Rahul)। এই আইপিএলে জস বাটলারের তিনটি শতরান রয়েছে। রাহুলের দু’টি হয়ে গেল। আরও অবাক করা ব্যাপার, দু’টিই এল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ১৬৮/৬ তুলেছিল লখনউ। মুম্বাই থেমে গেল ১৩২/৮ রানে।

ওইদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নেমে মোটেও সুবিধে করতে পারেনি রাহুলের (KL Rahul) লখনউ। রানের গতি ছিল খুবই কম। চতুর্থ ওভারেই কুইন্টন ডি’কককে হারায় তারা। পাওয়ার প্লে-তে মাত্র ৩২ রান ওঠে। ডি’কক ফেরার পর মণীশ পান্ডের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন রাহুল। কিন্তু সেই জুটি ৫৮ রানের বেশি টেকেনি।

আরও পড়ুন: Mohammed Rakip: দু’বছরের চুক্তিতে মহম্মদ রাকিপকে সই করাল ইস্টবেঙ্গল

তবে উল্টো দিকে একাই খেলে যাচ্ছিলেন রাহুল (KL Rahul)। প্রথম দিকে তিনি নিজেও খুব সাবলীল ভঙ্গিতে খেলতে পারেননি। তবে ম্যাচ যত এগোল, তত রাহুলের আসল রূপ দেখা গেল। উল্টো দিকে কাউকে পাবেন না বুঝে রান তোলার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন লখনউ নেতা। সেই প্রচেষ্টাতেই শতরান এল। শেষ ওভারের প্রথম বলে রিলি মেরিডিথকে ছক্কা মেরে নিজের শতরান পূরণ করেন তিনি।