গতকাল শনিবার ছিল আইপিএলের প্রথম ম্যাচ। মুখোমুখি হয়েছিল কলকাতা-চেন্নাই। যদিও চেন্নাইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় হয় কলকাতার। তবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) খেলায় গতকাল বলে দিয়েছে ‘ধোনি ইস্ ধোনি’। অধিনায়কত্বের মুকুট তিনি খুলে রেখেছেন। কিন্তু তিনিই যে ভারতীয় সমর্থকদের মনের রাজা সেটা বুঝিয়ে দিয়েছেন গতকাল। আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করেছেন। আর তার সঙ্গেই আইপিএলে রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন।
আইপিএলের ইতিহাসে সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসাবে অর্ধশতরানের নজির গড়লেন ধোনি (MS Dhoni)। ৪০ বছর ২৬২ দিন বয়সে এই কীর্তি করেছেন তিনি।
আরও পড়ুন: PV Sindhu: সুইস ওপেনে দূর্ধর্ষ খেলে ফাইনালে সিন্ধু, প্রণয়
সূত্রের খবর, এর আগে এই রেকর্ড ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের দখলে ছিল। ২০১৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৯ বছর ৩৬২ দিনের মাথায় অর্ধশতরান করেছিলেন সচিন। সেই বছরই অবশ্য তাঁর রেকর্ড ভাঙেন দ্রাবিড়। ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৪০ বছর ১১৬ দিন বয়সে অর্ধশতরান করেন তিনি। এত দিনে সেই রেকর্ড ভাঙলেন ধোনি (MS Dhoni)।