মাওবাদীদের নামে পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এমনি মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

ঠিক কী বলেছেন এদিন মুখ্যমন্ত্রী?‌জানা যায় বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘‌কোথাও কোথাও একটা-দুটো পোস্টার বিজেপি লাগিয়ে দিচ্ছে। সেটাকে নিয়েই মাওবাদী-মাওবাদী উত্তেজনা ছড়ানো হচ্ছে। সবটাই পরিকল্পনা। পুলিশকে জঙ্গলমহলে আরও সক্রিয় হতে হবে। আমি খুব শীঘ্রই জঙ্গলমহল সফরে যাবো। ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং জেলাশাসকের সঙ্গে কথা বলেছি।’‌

 

এদিন তিনি পুলিশকে বেলপাহাড়ি সীমানাও বন্ধের নির্দেশ দেন।তখন জবাবে পুলিশ জানায়, সীমানা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। লাগাতার নাকা-তল্লাশিও চলছে। কারও ঢুকে পড়ার খবর নেই। কিন্তু মমতা বলেন, “আমার কাছে খবর বেলপাহাড়ি দিয়ে ঢুকছে। আমার কাছে ৫ জনের খবর আছে। ডিজিকে পাঠিয়েছিলাম। ৩ জন অ্যারেস্ট করেছি খুব ইমপরট্যান্ট।”

 

আরো পড়ুন:BJP : আদানি সরকারকে পাত পেড়ে খাওয়াচ্ছে মুখ্যমন্ত্রী, তোপ সুকান্তের