এবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং আসানসোলে লোকসভা উপনির্বাচনে প্রার্থীদের (Candidates) হয়ে প্রচারে ঝড় তুলতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

দলীয় সূত্র মারফত খবর, ৭ এপ্রিল দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে বালিগঞ্জে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ সময়ের ব্যবধানে তিনি কলকাতায় তৃণমূলের কোনও কর্মসূচিতে যোগ দেবেন । এর পরের সপ্তাহে আসানসোলেও যাওয়ার কথা রয়েছে অভিষেকের । যদিও তার দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি । এর পাশাপাশি জল্পনা ছড়িয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও আসানসোলের নির্বাচনী প্রচারে নামতে পারেন । তবে এই নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও সূচি তৈরি হয়নি ।

মূলত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা আসনটি শূন্য হওয়ার পরে সেখানেই বাবুল সুপ্রিয়কে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। সেখানেই বাবুলের হয়ে প্রচারে যাচ্ছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।এরপর শেষ লগ্নের প্রচারে কেন্দ্রে আসানসোল লোকসভা তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হার হয়ে প্রচারে যাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দলনেত্রী নিজেও আসানসোলে প্রার্থীর হয়ে প্রচারে যেতে মনস্থ করেছেন।

 

আরো পড়ুন:App Cab: অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার