এবার রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করে গান গাইলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।বুধবার পরিবহন ভবনে নিজের ঘরে বসেই  এই গান বাঁধলেন তিনি।

এদিন গান শুরুর করার আগেই তিনি ‘রুদ্ধনীল’কে উদ্দেশ্য করে বলেন, আগে জানতাম নীল মানে সমুদ্র, নীল মানে আকাশ। কিন্তু এখন শুনছি রুদ্ধনীল। ফেসবুকে নাকি মাঝেমধ্যে কবিতা লেখেন। আর তৃণমূল ও মমতা ব্যানার্জিকে অকর্মণ্য প্রমাণ করে বিজেপিকে শক্তিশালী করতে চান। এরপরেই গান গেয়ে কার্যত অভিনেতাকে কটাক্ষ করেন তিনি। গানের শুরুতেই রুদ্রনীলকে ‘নীল গিরগিটি’ বলে তোপ দাগেন। মদনকে ওই গানে বলতে শোনা যায়, ‘একটা সময় তেল দিয়ে দিয়েছ, গ্যাস দিয়েছ তুমি, লক্ষ টাকার চাকরি পেয়ে চরণ্যেতে চুমি।

 

মূলত রুদ্রনীলের তৃণমূল বিরোধী একের পর এক কবিতা ভাইরাল হচ্ছে। প্রথমে তাঁকে অনুমাধব বলে অনুব্রতকে কটাক্ষ করতে শোনা গিয়েছে। সেই কবিতা রীতিমতো ঝড় তোলে নেট দুনিয়ায়। তারপরেই আরও একটি কবিতা বলতে শোনা যায় তাঁকে। সেই কবিতার মধ্যে দিয়েই আবারও কটাক্ষ করেছেন রুদ্রনীল। নাম না নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেই ছিল তাঁর সেই কবিতা।রুদ্রনীলের আগের কবিতার জবাব দিতে শোনা গিয়েছিল দেবাংশুকে। এবার রুদ্রনীলের কবিতার জবাব দিলেন মদন মিত্র।সব মিলিয়ে গান ও কবিতায় একের অপরকে আক্রমণ করার খেলায় মেতে উঠেছেন রাজনৈতিক ব্যক্তিরা।

 

আরো পড়ুন:Rudranil ghosh:নাম না উল্লেখ করে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রুদ্রনীলের