ফের এক মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন (Kunal) কুণাল। সোমবার আদালতে হাজিরা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন তৃণমূল মুখপাত্র।
ক্ষোভের সুরে বললেন, ”আইকোর মডেলকে যিনি তুলে ধরেছিলেন, তিনি আজ মন্ত্রী।
তিনিই তখন আমাকে পাগল বলেছিলেন। তিনি এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত।”
কুণাল আরও বলেন, ”এখন তো অনেক প্রভাবশালীর চিকিত্সা হচ্ছে উডবার্ন ওয়ার্ডে। কিন্তু জেলে থাকা অবস্থায় আমার দাঁতের যন্ত্রণার
চিকিত্সা হয়নি। এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিত্সাস্থল নয়, ওটা কয়েদিদের আশ্রয়স্থল।”
পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা মামলায় সোমবার আদালতে হাজির হয়েছিলেন কুণাল (Kunal)। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।
উডবার্ন ওয়ার্ড নিয়ে কুণালের বক্তব্যের তির যে সিবিআইয়ের ডাক পেয়ে উডবার্ন ওয়ার্ডে ভর্তি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের দিকেই, তা বুঝতে অসুবিধা হয়নি কারও।
তিনি জানিয়েছিলেন, ”আমি কখনও সিবিআই জেরা এড়িয়ে যাইনি।”
গত কয়েক দিন ধরেই মন্ত্রিসভার কয়েক জন সদস্যের সঙ্গে বাগ্যুদ্ধ চলছে কুণালের।
রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কুণাল বলেছিলেন, ”দলের মহাসচিব তথা তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিস্তারিত বুঝিয়ে বলতে পারবেন।”
এর পর শুক্রবার ফিরহাদকে প্রশ্ন করা হয়েছিল, এর ফলে কি দলের অভ্যন্তরে আড়াআড়ি বিভাজন প্রকাশ্যে চলে এল?
জবাবে ফিরহাদ বলেছিলেন, ”কোনও আড়াআড়ি ভাঙন নয়। কুণাল
মন্ত্রিসভার সদস্য নন। আমাদের সব দায়িত্ব যৌথ। আমি সেই মন্ত্রিসভার সদস্য। পার্থদাও মন্ত্রিসভার সদস্য। তাই বিষয়টা পার্থদার একার নয়।”