বুধবার মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস। এ দিনও দুর্দান্ত বোলিং করলেন প্রাক্তন নাইট কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ওইদিন ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচের সেরা হলেন তিনি।যদিও ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে কুলদীপ মেনে নিলেন, অক্ষর পটেলের সঙ্গে যুগ্ম ভাবে পুরস্কার পাওয়া উচিত ছিল তাঁর।
সুত্রের খবর, এ দিন চার ওভার বোলিং করে ২৪ রানে ২ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১৪তম ওভারের চতুর্থ এবং ষষ্ঠ বলে ফেরালেন কাগিসো রাবাডা এবং নাথান এলিসকে। কারণ এটাই ছিল পঞ্জাবের শেষ অলরাউন্ড জুটি। এই জুটি সাজঘরে ফিরতেই ময়াঙ্ক অগ্রবালদের লড়াই করার মতো রান তোলার আশা শেষ হয়ে যায়।
আরও পড়ুন: KL Rahul: টি২০-তে নজির রাহুলের, ছাড়িয়ে গেলেন বিরাটকেও
কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ম্যাচের সেরা বেছে নিলেন ম্যাচ রেফারি, আম্পায়াররা। যদিও এই পুরস্কার অক্ষরের পাওয়া উচিত ছিল বলেই মনে করেন কুলদীপ।