- আজ বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ এক অগ্নিকান্ডের ঘটনা দেখা যায় কসবার (kasba)বোসপুকুর এলাকার এক বহুতলে।
স্থানীয় সূত্রে খবর, কসবায়(kasba) বেলা সাড়ে ১২ টা নাগাদ বহুতলের তিনতলায় এক বেসরকারী সংস্থার থেকে এলাকাবাসী কালো ধোঁয়া বের হতে দেখে বিপদের আভাস পেয়ে তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন পৌঁছে যায়। তখন জানা যায় বহুতলের চারতলায় একটি পার্লারে ৩ জন আটকে পড়ে, ফলে আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে।
যদিও দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটকে পড়া ৩ জনকেই সুরক্ষিত উদ্ধার করে। যদিও এই আচমকা ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত তাঁরা।
পার্লারে আটকে পড়া এক যুবক বলেন, “আমরা বুঝতেই পারিনি আগুন লেগেছে। যখন আগুন লাগার বিষয়টি জানলাম তত ক্ষণে আগুন অনেকটাই বেড়ে গিয়েছিল। সঙ্গে ধোঁয়াও। কোনও রকমে ছাদে উঠে আশ্রয় নিই। সেখান থেকে দমকলকর্মীরা আমাদের উদ্ধার করেন।”
দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিভাবে আগুন লাগল তা নিয়ে উঠছে প্রশ্ন।
শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল বিভাগের,তবে উপযুক্ত তদন্ত হলে সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে দমকল বিভাগের তরফে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কসবা(kasba) থানার পুলিশ।
আরও পড়ুন JMB Terrorist:জে এম বি জঙ্গিদেরআশ্রয় দেওয়ার অভিযোগে মামলা থেকে গ্রেফতার শিক্ষক