বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মাঝেই ঝাড়গ্রামে পদত্যাগ করলেন ৮০ জন বিজেপি নেতা-কর্মী।জেলা কমিটি নিয়ে অভিযোগ তুলে ইস্তফা দিলেন ১৬ জন বিজেপি নেতা।বিজেপি সূত্রে খবর, পদত্যাগপত্র পেলে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে কথা বলা হবে।
ঠিক কী ঘটেছে ঝাড়গ্রামে? অমিত শাহের বঙ্গ সফরে দলের অভ্যন্তরীণ কোন্দল মিটবে বলে অনেকে আশা করেছিলেন। কিন্তু দেখা গেল, তাঁর সফরকালেই ঝাড়গ্রামে বিজেপি নেতারা গণ-ইস্তফা দিয়ে বসলেন। আর একসঙ্গে পদত্যাগ করলেন বিজেপির ৮০জন নেতা-কর্মী। নতুন কমিটি নিয়ে প্রতিটি জেলায় ছড়িয়েছে অসন্তোষ। এবার অমিত শাহের সফরেই ঝাড়গ্রামে দেখা দিল বিজেপির ক্ষোভ। বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির ৬০ জনের মধ্যে ১৬ জন সদস্যই পদত্যাগ করলেন।এই প্রসঙ্গে বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য চন্দ্রশেখর প্রতিহার বলেন, আমরা যে জেলা কমিটির সদস্য হয়েছি তা আমরা নিজেরাই জানি না। আমরা কি কাজ করব তাও জানিনা। আমাদের সাথে আলোচনা না করে আমাদের পদ দেওয়া হয়েছে । কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় সমস্যার মধ্যে পড়েছি। কিন্তু ঝাড়গ্রাম জেলার বিজেপির সভাপতি তুফান মাহাতো আমাদের কোনো গুরুত্ব দেয়নি। সম্প্রতি মণ্ডল কমিটির তালিকা প্রকাশ হয়েছে। তা নিয়ে দলের কর্মীরা ক্ষুব্ধ রয়েছে।যাদের কে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে সামান্যটুকু আলোচনা করা হয় নি। তাই দলের একজন কর্মী হিসেবে আমরা থাকতে চাই । আমরা কোন পদে থাকতে চাইনা । সেই জন্য বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে দলের জেলা কমিটির কার্যালয়ে এসে ছিলাম আমরা আমাদের পদত্যাগপত্র দলীয় নেতৃত্বের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু দলীয় কার্যালয়ে সভাপতি ছিলেন না, ছিলেন না কোন পদাধিকারী। তাই আমরা সংবাদমাধ্যমের সামনে গণপদত্যাগের কথা ঘোষণা করলাম।
এদিকে আবার গোটা ঘটনায় সুর ছড়িয়েছে তৃণমূল। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য রেখা সোরেন বলেন, “কেউ বিজেপির সংস্কৃতিতে থাকতে পারে না। গণবিরোধী নীতি গ্রহণের পথে কেউ আসবে না।”
আরো পড়ুন:Amit Shah:দুদিনের সফরে রাজ্যে এলেন অমিত শাহ