‘ঘৃণার রাজনীতি করা ছাড়ুন’, প্রায় শতাধিক প্রাক্তন আমলা চিঠি লিখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(Narendra Modi)।মূলত একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে গত কয়েক দিনে। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দেশের ১০০-র বেশি প্রাক্তন আমলার।

 

সূত্রের খবর মোদির উদ্দেশে লেখা ওই খোলা চিঠিতে স্বাক্ষর রয়েছে দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজীব জং, প্রাক্তন জাতীয় উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাই, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রধান সচিব টিকেএ নায়ার-সহ মোট ১০৮ জনের।

 

প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর উদ্বেগ জানিয়ে তাঁরা লিখেছেন, ‘‌বিশ্বাস করুন যে হুমকির মুখোমুখি আমরা হচ্ছি তা অভিনব এবং যা ঘটছে তা ভারতীয় সংবিধানের মৌলিক নীতি এবং আইনের শাসনের পরিপন্থী। ভারতের সামাজিক পরিকাঠামোর উপরই বিপদের খাঁড়া ঝুলছে। দেশের সংবিধানে যেখানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের কথা বলা হয়েছে, তাকে আজ ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর নীরবতা সমাজকে বধির করে তুলছে।’‌

আরো পড়ুন:Modi : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল থেকে ১২ কিমি দূরে বিস্ফোরণ