চুলের বৃদ্ধি ও মজবুত করতে জবা ফুলের উপকারিতা অপরিসীম। জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে যা ক্যারোটিন উৎপাদনে সাহায্য করে।জবা ফুলের তেল চুলের স্ক্যাল্পে পুষ্টি যোগায়। কিন্তু জবা ফুল আমাদের চুল বৃদ্ধি আর ঘন করতে অনেক সাহার্য্য করে। চলুন দেখে নিন জবা ফুলের কিছু গুণাবলী।

 

চুল মজবুত করতে জবাফুল(hibiscus flower) অনেক কাজ করে।তিন থেকে চারটে জবা ফুল এবং জবা ফুলের পাতা পেস্ট করুন। এবার তাতে সামান্য পরিমাণে টক দই মেশান। এবার এই মাক্স টা চুলের লাগিয়ে 1 ঘন্টা মত রেখে দিন । এক ঘন্টা পর হালকা গরম জল দিয়ে ধুয়ে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন। চুল অনেক ঘন এবং মজবুত হবে।

 বাইরে থেকে কেমিক্যাল যুক্ত তেল ব্যবহার না করে জবা ফুলের তেল বানিয়ে মাথায় লাগালে চুল অনেক ঘন কালো এবং মজবুত হয়। কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় জবা ফুলের তেল চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে।

 

প্রথমে জবা ফুলের( hibiscus flower)পাতা এবং ফুল বেটে একটা পেস্ট তৈরি করুন। এবার একটা পাত্রে নারকেল তেল গরম করে জবা ফুলের পেস্টটা দিয়ে খানিকক্ষণ ফোঁটান। এবার অন্য একটা জায়গায় তেলটা ছেঁকে ঠান্ডা হতে রেখে দিন। সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করার এক ঘন্টা আগে মাথার স্ক্যাল্পে লাগবেন।জবা ফুলের তেল আপনার চুলকে কন্ডিশন করে, চুল পড়া কমায়, চুলের রুক্ষতা দূর করে।

 

খুশকির সমস্যা দূর করতে জবাফুলে(hibiscus flower) অনেক কার্যকরী। একটা পাত্রে জবা ফুল জবা ফুলের পাতা এবং মেহেন্দির পাতা নিয়ে একটা পেস্ট তৈরি করুন । এবার তাতে সামান্য পরিমাণে লেবুর রস মেশান। এবার এই প্যাকটি মাথার স্ক্যাল্পে ভালো হবে লাগাবেন ঘন্টা খানেক পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। কয়েকবার ব্যবহার করলে দেখবেন খুশকি থেকে মুক্তি পেয়েছেন।

Image source-google

আরও পড়ুনsweet yogurt: এবার দোকান থেকে কিনে না এনে বাড়িতেই তৈরি করুন মিষ্টি দই