মালদহের (Malda) কালিয়াচকের গোলাপগঞ্জের গোপালনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় কালিয়াচক থানার পুলিশ সোমবার চারজনকে গ্রেফতার করল।স্থানীয় সূত্রে জানা গেছে ধৃতরা সকলেই তৃণমূল কর্মী।

 

মূলত এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস বা এনসিপিসিআরের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। তদন্ত সংক্রান্ত বিষয়েই এই চিঠি। সূত্রের খবর চিঠিতে বলা হয়েছে, ঘটনার যথার্থ তদন্ত করা হোক। কী কারণে এই বোমা মজুত ছিল তার কারণ খুঁজে বার করুক পুলিশ।ধৃতদের নাম ইমাজুদ্দিন মিয়াঁ, ইলিয়াস আলি, মাসিদুল হক ও জাসমাত মিয়াঁ। সোমবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে।এছাড়াও ধৃতদের চার দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

 

সূত্রের খবর রবিবার দুপুরে হঠাত্‍ই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোপালনগর গ্রাম। বোমা ফেটে গুরুতর জখম হয় আহত রেহান শেখ (৪), সুবল সাহা (৬), বিক্রম সাহা (৮), শুভজিত্‍ সাহা (৯), মিঠুন সাহা (১০)। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলে নিয়ে তল্লাশি শুরু করতেই স্থানীয় তৃণমূল নেতা শরিফ হোসেনের কাকার জমি থেকে দু’ জার বোমা উদ্ধার হয়।এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান,বোমা মজুত করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকায় আর বোমা রয়েছে কি না তার জন্য বেশ কয়েকটি টিম তৈরী করা হয়েছে।

 

আরো পড়ুন:Nandigram:দুর্নীতির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান