এবারও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকেছেন তিনি। তবে গত বিধানসভা নির্বাচনের পর এবার বিধানসভা উপনির্বাচনেও নিজের গণতান্ত্রিক মতামত দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে এখন শয্যাশায়ী তিনি।
আর সেই কারণেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেও, ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর এ নিয়ে মোট চারবার ভোট দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি কার্যত শয্যাশায়ী অবস্থায় রয়েছেন, চোখে ঠিকমতো দেখতে পাচ্ছেন না। অধিকাংশ সময়ই তাঁকে অক্সিজেন দিতে হয়। ভোট নিয়ে নিয়মিত খোঁজখবর রাখলেও নাগরিক অধিকার প্রয়োগ করতে না পারায় আক্ষেপ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বুদ্ধবাবু ভোট দিতে না পারায় আক্ষেপের সুর শোনা যায় মীরা ভট্টাচার্যের কণ্ঠে। তিনি বলেন, ‘বুদ্ধবাবু শারীরিকভাবে অসুস্থ থাকলেও মানসিকভাবে এখনও সবল রয়েছেন।’
আরো পড়ুন:Baliganj-Asansol:আঁটোসাঁটো নিরাপত্তা বালিগঞ্জ-আসানসোলে কেন্দ্রে