এই রাজ্যে নিষিদ্ধ মদ(Alcohol)। কড়াকড়ি রয়েছে ষোলআনা। মদ কেনাবেচা করতে দেখলেই হাজতে পুরে দিচ্ছে পুলিশ, দিচ্ছে কড়া সাজা।
কিন্তু এই মদ(Alcohol) নিষিদ্ধ হওয়া, মদ নিয়ে কড়াকড়ি হওয়া বিহারের (Bihar) বিধানসভায় পাওয়া গেল ফাঁকা মদের বোতল।
আইন যাঁরা তৈরি করলেন, তাঁরা নিজেদের এলাকাতেই আইন ভাঙার এমন চিহ্ন খুঁজে পেয়ে তীব্র আক্রমণ শুরু করেছে বিরোধীরা।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) পদত্যাগ দাবি করেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
বিহারে দীর্ঘ দিন ধরেই বন্ধ করা হয়েছে মদ।
মদ(Alcohol নিয়ে এমন আইন তৈরির বেশ কয়েকবছর কেটে গেলেও এখনও কড়া হাতে এই আইন রক্ষা করছে প্রশাসন।
বিহারের বিভিন্ন পর্যটন স্থলে মদ বিক্রি ও কেনার বিষয়ে ভয়ে আগে থেকেই সতর্ক করে দিচ্ছেন হোটেল মালিকরা।
আর এত কড়া রাজ্যেই হঠাৎই বিধানসভা ভবনের এলাকার মধ্যে পাওয়া গেল বেশ কয়েকটি ফাঁকা মদের বোতল।
বিরোধী দলনেতা তেজস্বী যাদব(Tejaswi Yadav) বিধানসভায় বলে ওঠেন,
“শুধু বিধানসভাতেই নয়, সারা রাজ্যেই চোরাগোপ্তা পথে বিক্রি বাট্টা চলছে মদের। আমরা মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ হোক এটাই চাই।”
তাহলে কি নীতীশ কুমারের সরকার মদ নিষিদ্ধ করার আইন শক্ত হাতে হাল ধরছে না? বিরোধীদের বক্তব্য, আসলে লোকদেখানো আইন তৈরি করেছেন নীতীশ কুমার।
তেজস্বী যাদব দাবি করেছেন, ‘নীতীশ কুমারের পুলিশ শুধু মদ ক্রেতাদের গ্রেফতার করছে।
অন্য দিকে মদ নিয়ে চোরা পথে কারবার করে যারা, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।
শুধু দরিদ্র মানুষের মৃত্যু হচ্ছে, আর আসল মাথাদের গ্রেফতার করছে না পুলিশ। এটাকে আইনের সঠিক প্রয়োগ বলা যায় না।’
আরও পড়ুন – Tmc: এবার সংবিধান বদলের পথে হাঁটছে তৃণমূলhttp://newz24hours.com/2021/11/this-time-the-trinamool-is-walking-on-the-path-of-changing-the-constitution/