শ্রী সিমেন্টসের হাত থেকে ক্রীড়া সত্ত্ব ফিরে পায় ইস্টবেঙ্গল। তারপরেই দল গঠনে জোর দিয়েছে তারা। শনিবার তারা মুম্বাই থেকে সই করাল মহম্মদ রাকিপকে (Mohammed Rakip)। তরুণ এই ফুটবলার এখন খেলে মুম্বাই সিটি এফসি-র হয়ে। সেখান থেকে দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তিনি।

সুত্রের খবর, ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন রাকিপ (Mohammed Rakip)। প্রথম অনূর্ধ্ব-১৭ ফুটবলার হিসেবে কোনও আইএসএলের ক্লাবে যোগ দেন তিনি। কেরল ব্লাস্টার্সের রিজার্ভ দলের সদস্য হন। আই লিগের দ্বিতীয় ডিভিশনে আটটি ম্যাচ খেলেছেন। সেখানে তাক লাগিয়ে দেওয়ার পরে ২০১৮ সালে তাঁকে সিনিয়র দলে নিয়ে আসা হয়। ২০১৯-এর ২৯ অক্টোবর এটিকে-র বিরুদ্ধে ম্যাচে তাঁর অভিষেক হয়। কেরল ব্লাস্টার্স ২-১ ব্যবধানে সেই ম্যাচে জেতে।

আরও পড়ুন: Fardin Ali Molla: জোড়া গোল ফারদিনের

একাধিক ক্লাবের থেকে প্রস্তাব পাচ্ছিলেন রাকিপ (Mohammed Rakip)। ২০২০-র অক্টোবরে তিনি দু’বছরের চুক্তিতে সই করেন মুম্বাই সিটিতে।