বিশ্বের দু’নম্বর মহিলা তিরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari) ছাড়াই এশিয়ান গেমসে লড়াই করবে ভারতীয় দল। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতে আলোড়ন ফেলে দেয় দীপিকা। তবে এই প্রথমবার দেশের হয়ে লড়তে পারবেন না তিনি।

সূত্রের খবর, তিরন্দাজি বিশ্বকাপে ১১টি সোনা, ১২টি রুপো এবং সাতটি ব্রোঞ্জের অধিকারী দীপিকা (Deepika Kumari) যোগ্যতা অর্জন পর্বে পিছিয়ে পড়েন অঙ্কিতা ভকত, সিমরনজিৎ কৌর এবং গতবারের জাতীয় চ্যাম্পিয়ন ঋধি ফোরের কাছে। জাতীয় তিরন্দাজ সংস্থার জনৈক আধিকারিক এক সংবাদ মাধ্যমকে বলেছেন, “দীপিকার রাস্তা এখানেই বন্ধ হয়ে যাচ্ছে না। সামনে তিরন্দাজি বিশ্বকাপ রয়েছে। সেখানে ওর পারফরম্যান্স খুঁটিয়ে দেখা হবে। জুলাই মাসে ফের একটি ট্রায়াল হবে। তার মধ্যে দীপিকা ভাল কিছু করলে আবার ফিরে আসবে।”

আরও পড়ুন: Yuzvendra Chahal: পুরোনো দলকে নিয়ে ক্ষোভ প্রকাশ চহালের

প্রাথমিক পর্বে তিনটি বিশ্বকাপ এবং এশিয়ান গেমসের যে দল তৈরি করা হয়েছে, সেখানে মেয়েদের রিকার্ভ দলে রয়েছেন ঋধি ফোর, কোমলিকা বারি, অঙ্কিতা ভকত এবং সিমরনজিৎ কৌর। থাকছে না দীপিকা কুমারী (Deepika Kumari)।