আজ, বৃহস্পতিবার মুখোমুখি, হয়েছে মুম্বাই-চেন্নাই। এই ম্যাচে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯৭ রানে আউট হয়ে গেল সিএসকে (CSK)। ছুঁতে পারেনি একশোর গন্ডি। আইপিএলে এটাই চেন্নাইয়ের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই খুব খারাপ দিনেও সাধারণত একশোর কমে অলআউট হয় না। কিন্তু আজ দেখা গেল অন্য দৃশ্য।

সুত্রের খবর, প্রথম ওভারেই ডেভন কনওয়ে এবং মইন আলিকে খোয়ান ফেলে চেন্নাই (CSK)। আর সেই বড়ো ধাক্কা থেকে তারা কখনওই বেরোতে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। যদি শেষ বেলায় ধোনি এসে হাল না ধরতেন, তা হলে অবস্থা আরও খারাপ হত পারত।

আরও পড়ুন: Delhi Capitals: রাজস্থানকে হারিয়ে দুর্ধর্ষ জয় দিল্লির

পাশাপাশি, এর আগে ২০১৩ সালে এক ম্যাচে এই মুম্বাইয়ের বিরুদ্ধে দলের ইতিহাসে সর্বনিম্ন রান করেছিল চেন্নাই (CSK)। ১৪০ রান তাড়া করতে নেমে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা শেষ হয়ে যায় ৭৯ রানেই। তার পর থেকে এত খারাপ অবস্থায় কোনও দিন পড়তে হয়নি ধোনির দলকে। তবে আজ আবার দেখা সেইরকমই ছবি।