ভোট-পরবর্তী হিংসার বলি এক সিপিএম (CPIM) নেতা চান্দু দোলাই এর খুনের ঘটনায় 11 জন তৃণমূল নেতার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিল বলে জানা গেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লক এলাকার ভাজাচাউলির ঘটনা।

গত বিধানসভা ভোটের ফল প্রকাশের দুদিন বাদে 30 মে রাতের অন্ধকারে এই সিপিএম নেতাকে অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ করেছিল সিপিআইএম (CPIM)। তারই পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত করে চার্জশিট দিল বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : BJP: বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত

এলাকার সিপিআইএম নেতা যারা অভিযোগ করেছিলেন কাঁথির মারিশদা থানায়, তাদের মধ্যে একজন সিপিআইএম নেতৃত্ব ঝাড়েশ্বর বেরা তিনি জানিয়েছেন পুলিশকে অভিযোগ করার পরও তদন্ত হচ্ছিল না।

তারপর আমরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম সেই মতো করে সিবিআই তৎপরতার সঙ্গে তদন্ত করল এবং সিপিআইএম নেতা বলে চার সিটির নাম উল্লেখ করল। এর সঠিক তদন্ত হবে এমনটাই আশা বাদী সিপিএম নেতৃত্বেরা।

By Sk Rahul

Senior Editor of Newz24hours