এবার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ (CBI investigation) দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের।
সূত্রের খবর গত ১৩ মার্চ পুরুলিয়ার ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।তারপর সরগরম হয় বাংলার রাজনীতি।জানা যায় তপন কান্দু খুনে গত সপ্তাহে বোকারো থেকে পুরুলিয়া পুলিশ গ্রেফতার করেছিল কলেবর সিং নামের একজনকে।এরপর শুক্রবার তপন কান্দুর দাদা নরেন কান্দু ও আসিফ আলি নামের একজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার করে পুলিশ। গতকালই পুরুলিয়ার পুলিশ সুপার-সহ জেলা পুলিশের শীর্ষ কররাতারা ঘটা করে সাংবাদিক সম্মেলন করে কার্যত এই খুনে পারিবারিক বিবাদকেই সিলমোহর দিয়েছিলেন।
জানা যায় এরপর সোমবার এই মামলায় দ্বিতীয় কেস ডায়েরি পেশ করে পুরুলিয়া পুলিশ। তারপরই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
আরো পড়ুন:Purulia: নিহত কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার এবার দাদা নরেন কান্দু