কিংবদন্তি টেনিস তারকা বোরিস বেকার (Boris Becker)। এই মুহূর্তে ইংল্যান্ডে বিচার চলছে তাঁর। বেকারকে দেউলিয়া ঘোষণা করা হয় ২০১৭ সালের জুনে। ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা করার পরেও নিজের সম্পত্তি হস্তান্তরিত করেননি তিনি। বেকার আদালতে জানিয়েছেন, অবসর নেওয়ার পরে নানান কারণে তিনি আর্থিক সঙ্কটে পড়েন। যার একটি বড় কারণ বিবাহবিচ্ছেদের জন্য বিপুল পরিমাণ খরচ হওয়া। তাই টেনিস খেলে যা উপার্জন করেছিলেন, তার সিংহভাগ তিনি খোয়ান।

৫৪ বছর বয়সী বেকার (Boris Becker) জানিয়েছেন, অবসরের পরে তাঁকে নিয়ে নানান রকম নেতিবাচক প্রচার করা হয়েছিল। যে কারণে ঋণ শোধ করার মতো অর্থ উপার্জন করতে পারেননি তিনি।

আরও পড়ুন: KGF 2: ছবিটি নিয়ে কি টুইট করলেন করণ জোহার ? দেখুন

বেকার (Boris Becker) আরও জানিয়েছেন, বৈবাহিক প্রতিশ্রুতি রক্ষা করতে উইম্বলডনে তিনি যে বাড়ি নিয়েছিলেন তার ভাড়াই ছিল মাসে ২১ লক্ষ ৮৯ হাজার ৪৪০ টাকা। সেইসঙ্গে প্রাক্তন স্ত্রী বার্বারাকে বিচ্ছেদের পরে তাঁদের দুই সন্তানের খরচ চালানোর জন্যও ভালো অঙ্কের অর্থ দিতে হতো। এবং মেয়ে আনা ও তাঁর মা’কে দিতে হয়েছিল লন্ডনে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট।