এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে আইপিএলে বিরাট নজির গড়লেন হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর। প্রথম ভারতীয় পেসার হিসাবে আইপিএলে ১৫০ উইকেটের মালিক হয়েছেন ভুবি। তৃতীয় পেসার হিসাবে এই কীর্তি ছুলেন তিনি।
অন্যদিকে পেসার ও স্পিনার হিসাবে সপ্তম বোলার হিসাবে আইপিএলে ১৫০ উইকেটের মালিক হয়েছেন ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)। সুত্রের খবর, যে চার স্পিনার এই কীর্তি করেছেন তাঁরা অবশ্য সবাই ভারতীয়। অমিত মিশ্র (১৬৬), পীযূষ চাওলা (১৫৭), যুজবেন্দ্র চহাল (১৫১) ও হরভজন সিংহ (১৫০) ১৫০-র বেশি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: Virat Kohli: কোহলীর ক্যাচ দেখে মুগ্ধ অনুষ্কা
গত কয়েক বছর ধরেই জাতীয় দলে অনিয়মিত ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। অবশ্য টেস্ট ও এক দিনের ক্রিকেটে কম খেললেও টি২০-তে নির্বাচকদের পছন্দের বোলার তিনি। তাই ছোট ফরম্যাটে তাঁকে বেশি দেখা যায়।