প্রাচীনকাল থেকেই রূপচর্চায় কাঁচা দুর্ব্যবহার হয়ে এসেছে। কাঁচা দুধের উপকারিতা অফুরন্ত। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিংবা মুখের কালো দাগ দূর করতে কাঁচা দুধ বিশেষ উপযোগী।এমনকি মুখের ব্রণ দূর করে কাঁচা দুধ। আজকে আমরা বলবো কাঁচা দুধের বিশেষ কিছু উপকারিতা এবং কি ভাবে ঘরোয়া উপায়ে কাঁচা দুধ (Raw milk:)ব্যবহার করা যেতে পারে।

 

কাঁচা দুধের(Raw milk:)  ভিটামিন ডি কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দিয়ে ত্বক কে ফ্রিরেডিকেল এর হাত থেকে রক্ষা করে এবং প্রিমেচিউর এজিং হতে দেয় না। কাঁচা দুধে ভিটামিন b12 আছে যা ত্বক কে দাগ মুক্ত করে।

 

ত্বককে ভেতর থেকে পুষ্টি ও প্রয়োজনীয় আদ্রতা দিতে ল্যাক্টিক এসিড খুব বেশি ভূমিকা অনেক বেশি। কাঁচা দুধে এই উপাদানটি খুব বেশি পরিমাণে আছে।

 

কাঁচা দুধ(Raw milk:) কি আমরা অনেক ভাবে ব্যবহার করতে পারি। যেমন কাঁচা দুধের সঙ্গে বেসন এবং হলুদ গুঁড়ো মিক্সড করে মুখে প্যাক লাগালে মুখের উজ্জলতা বৃদ্ধি করে।

 

 

কাঁচা দুধ, লেবুর রস এবং মধুর প্যাক একসাথে এই প্যাকটি অন্তত ১৫ মিনিট মুখে ও ঘাড়ে লাগাতে হবে তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে নিতে হবে। সপ্তাহে একদিন ব্যবহারই যথেষ্ট। মুখের ব্রণ কমাতে সাহায্য করে ।

অতিরিক্ত রোদের কারণে ত্বকের অনেক ক্ষতি হয়। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা রোদের পোড়াভাব কমায় ও রোদের কারণে হওয়া ক্ষয় রোধ করে। ঠাণ্ডা দুধ তুলার সাহায্যে ত্বকে ব্যবহার করতে হবে।

Image source -google

আরও পড়ুন Doi ilish :ইলিশ মাছের এমন রেসিপি যা সবাই চেটেপুটে খাবে