দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ারের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগও জানাতে চলেছে বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket) বোর্ড। সরাসরি আইসিসি-র কাছে অভিযোগ জানাবে তারা।

সুত্রের খবর, এক ওয়েবসাইটে বাংলাদেশের ক্রিকেট (Bangladesh Cricket) অপারেশন্সের প্রধান জালাল ইউনুস বলেছেন, “এক দিনের সিরিজের পরেই আমরা অভিযোগ জানিয়েছিলাম। ম্যাচ রেফারি প্রথমে আমাদের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই টেস্ট ম্যাচ নিয়েও অভিযোগ জানানো হয়েছে।” তিনি আরও বলেন, “স্লেজিং দু’তরফেই হয়েছে। কিন্তু ওরা যখন ব্যাপারটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেল, তখন আমরা আম্পায়ারদের জানাই। ওরা কোনও ব্যবস্থা নেয়নি। এই আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা করছি।”

আরও পড়ুন: Indian Cricket: ভারতীয় টিমে চলছে টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা

অন্যদিকে ম্যাচের পর অধিনায়ক মোমিনুল হক এবিষয়ে বলেছেন, “সাধারণ স্লেজিং হলে ঠিক আছে। কিন্তু আমরা বলা সত্ত্বেও আম্পায়াররা সে দিকে নজরই দেননি। আম্পায়ারিং আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আইসিসি-র এ বার উচিত নিরপেক্ষ আম্পায়ার খেলানো।” (Bangladesh Cricket)