বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিধায়ক হিসাবে শপথ নেওয়া নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত।মঙ্গলবারই বাবুল সুপ্রিয়ের শপথ নেওয়ার সংক্রান্ত ফাইল পরিষদীয় দফতরে ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তা পাঠিয়ে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, আগে এই বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আর এরপরেই ফাইলে সই করবেন তিনি।
মূলত রাজভবন থেকে বিধানসভায় ফাইল ফেরত আসা এই রাজ্যপালের আমলে নতুন কোনও ঘটনা নয়। তবে বাবুল সুপ্রিয়র শপথগ্রহণের ফাইল ফেরত পাঠানোর আলাদা গুরুত্ব রয়েছে।কারণ অতীতে একবার পড়ুয়াদের বিক্ষোভ থেকে বাবুলকে উদ্ধার করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধরখড়। তখন অবশ্য মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন বাবুল সুপ্রিয়।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে , বালিগঞ্জ কেন্দ্রের জয়ী প্রার্থীর শংসাপত্র অধ্যক্ষের কাছে জমা দেন বাবুল। এরপর প্রথা মেনে বাবুলের শপথগ্রহণের অনুমতি চেয়ে রাজ্যপালকে ফাইল পাঠান অধ্যক্ষ। কিন্তু সেই ফাইলে সই করেননি রাজ্যপাল।তাই এবার প্রশ্ন রয়ে যাচ্ছে বিধায়ক হিসেবে কবে বিধানসভায় শপথ নিতে পারবেন বাবুল সুপ্রিয়।
আরো পড়ুন:Babul Supriya:আগামী সপ্তাহে বিধায়ক পদে শপথ নিতে পারেন বাবুল