১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে। ২০ হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriya)।তারপর এক সপ্তাহ কেটে গেলেও, এখনও বিধায়ক পথে শপথ হয়নি বালিগঞ্জের তৃণমূল বিধায়কের।

 

প্রশাসন সূত্রে খবর, বাবুলের শপথগ্রহণ অনুষ্ঠানের পদ্ধতিগত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।এ ক্ষেত্রে রীতি মেনেই নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সিইও বাবুলের জয়ের খবর জানিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার সচিবালয়কে। সেই চিঠি হাতে আসার পর বিধানসভার সচিবালয় পরিষদীয় দফতরকে শপথগ্রহণের দিন নির্ধারণ করে জানাতে বলেছে।

 

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই দিনক্ষণ জানাতে পারে পরিষদীয় দফতর। দফতরের চিঠি পাওয়ার পর শপথ নেওয়ার জন্য বাবুলকে আমন্ত্রণ জানাতে পারে বিধানসভার সচিবালয়। যেহেতু মাত্র একজনের শপথগ্রহণ অনুষ্ঠান, তাই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেম্বারেই হতে পারে ওই অনুষ্ঠান।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র রোড শোয়ে অভিষেক