বগটুই-কাণ্ডে ফের উত্তাল বিধানসভা (assembly)। বৃহস্পতিবার নিহতদের ঝলসানো ছবি নিয়ে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের।

ওয়েলে নেমে চলে স্লোগান। বগটুইয়ের ঘটনার দায় নিয়ে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিজেপির।

পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের।

রামপুরহাটের বগটুইয়ের গণহত্যা নিয়ে আজও তুমুল হট্টগোল রাজ্য বিধানসভায়। এদিন বেলা ১১টা নাগাদ অধিবেশন শুরুর পর থেকেই তুমুল বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়করা।

শুভেন্দু অধিকারী-সহ বাকি বিজেপি বিধায়করা ওয়েলে নেমে আসেন। বগটুইয়ের ঘটনার দায় নিয়ে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপি বিধায়করা।

পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন বিধানসভার (assembly) অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

উল্লেখ্য, আজই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে আজ বগটুই গ্রামে যাবেন বিজেপির পাঁচ সদস্যের একটি দল।

অন্যদিকে, আজ বগটুইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিহতদের পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। ঘুরে দেখেছেন এলাকার পরিস্থিতি।

স্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গেও এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী। এদিকে বগটুইয়ের ঘটনায় আজ দুপুরের মধ্যেই কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।