অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অ্যাশলে বার্টি (Ashleigh Barty)। বিদায় জানালেন টেনিসকে। মাত্র ২৫ বছর বয়সেই অবসর নিলেন তিনি। বুধবার তিনি ভিডিও পোষ্ট করে এই খবর জানালেন।
সূত্রের খবর, বুধবার সকালে নিজের পোস্ট করা ভিডিওতে বার্টি (Ashleigh Barty) বলেন, “কী ভাবে বলব বুঝতে পারছিলাম না। খুব কঠিন এটা বলা। আমি খুব খুশি এবং তৈরি। আমি জানি এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত। টেনিস আমাকে যা দিয়েছে, তার জন্য আমি ধন্য। তবে আমার জন্য এটাই সেরা সময় টেনিস থেকে সরে যাওয়ার এবং নিজের স্বপ্নের পিছনে দৌড়নোর।”
আরও পড়ুন: Andre Russell: নতুন আঙ্গিকে আইপিএল অভিযান শুরু করতে চান রাসেল
পাশাপাশি বিশ্ব টেনিস সংস্থা তাদের টুইটারে বার্টির (Ashleigh Barty) অবসরের কথা জানিয়েছে। তাদের ভাষায়, ‘এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি অবসর ঘোষণা করেছেন। মেয়েদের খেলায় নিজের সেরা সময় এই সিদ্ধান্ত নিলেন তিনি। এটা খুবই আশ্চর্যের যে এক জন খেলোয়াড় নিজের সেরা সময় থাকাকালীন সরে যাচ্ছেন। তবে বার্টি যা করেছে তাতে বিশ্ব টেনিসের হল অব ফেমে তিনি জায়গা করে নেবেন।’