বীরভূম তথা গোটা পশ্চিমবঙ্গের চেনা মুখ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) ওরফে কেষ্টদার। বরাবরই সংবাদ থেকে সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন তিনি। তবে এবার সিবিআই গ্রেফতারীর আশঙ্কায় কেষ্টদা। গরু পাচার কাণ্ডে তাঁকে বারবার তলব করেছে সিবিআই। কিন্তু প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন।এমনকি হাইকোর্টেও তিনি দ্বারস্থ হয়েছেন রক্ষাকবচ চেয়ে। কিন্তু তাঁকে সেই রক্ষাকবচ দেয়নি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বরং তাঁকে আগাম জামিনের আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু নাছোড় অনুব্রত এবার গেলেন ডিভিশন বেঞ্চে।

শুক্রবার গরুপাচার মামলায় সিবিআই তদন্তে রক্ষাকবচের আবেদন খারিজ করে বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, প্রতিবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) হাইকোর্টের হস্তক্ষেপ চাইবে আর তাঁর নিজের বাসস্থানের কাছাকাছি সিবিআই-এর মুখোমুখি হতে চাইবে, এটা কীভাবে সম্ভব? অনুব্রত মণ্ডল বিভিন্ন কাজেই কলকাতা আসেন, তাহলে নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি হতে বাধা কোথায়?

ওইদিন বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন- “কোর্ট প্রাথমিক মতামত হচ্ছে অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর মুখোমুখি হোক।”

আর সেই অনুযায়ী মঙ্গলবার অনুব্রতকে (Anubrata Mondal) নিজাম প্যালেসে ডেকেছে সিবিআই। যদিও অনুব্রত সেখানে যাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।