এবারের আইপিএলে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিট্যালস। রাজস্থান ম্যাচে বিতর্কেও জড়িয়েছেন তাদের দলের অধিনায়ক ঋষভ পন্থ। আর সেই ম্যাচ দেখে প্রবল রেগে গিয়েছিলেন কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। এমনকি রাগের চোটে ছুড়ে ভেঙে দিয়েছিলেন তিন-চারটি রিমোটও।

সুত্রের খবর, পন্টিং (Ricky Ponting) তাঁর অভিজ্ঞতা ব্যক্ত করে বলেছেন, “খুব হতাশ হয়ে পড়েছিলাম। মনে হয় তিন-চারটে রিমোট ভেঙে দিয়েছিলাম ছুড়ে। কতগুলো বোতল যে রাগের চোটে দেওয়ালে ছুড়েছিলাম তা বলতে পারব না। কোচ হিসেবে সাইডলাইনে বসে মাঠে যা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে না পারা এক রকম অনুভূতি। কিন্তু মাঠে না থাকলে সেটা আরও হতাশাজনক।”

আরও পড়ুন: Kuldeep Sen: ব্যাঙ্গালুরু-রাজস্থান ম্যাচে দুর্ধর্ষ বল করলেন কুলদীপ

পাশাপাশি পন্টিং (Ricky Ponting) আরও বলেছেন, “ম্যাচের বেশিরভাগ সময়টা আমরা নিয়ন্ত্রণ করছি। কিন্তু দু’-তিন ওভারে গিয়ে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে। ঠিক করেছিলাম মরসুমের প্রথম দিকে অতিরিক্ত অনুশীলন করব না। কিন্তু এখন আমাদের দলে ধারাবাহিকতা নেই। সেই ছন্দটা আনতে হবে।”