গত বছর আন্দ্রে রাসেলের (Andre Russell) ক্রিকেট দেখে খুশি হতে পারেননি কেকেআর সমর্থকেরা। সেই তিক্ত স্মৃতি মনে রেখে এ বার নতুন আঙ্গিকে আইপিএল অভিযান শুরু করতে চান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাসেল।

সূত্রের খবর, এ বার ব্যাট ধরে দাঁড়ানোর ভঙ্গি কিছুটা বদলেছেন রাসেল (Andre Russell)। আগের মতো আর ঝুঁকে দাঁড়াচ্ছেন না তিনি । ব্যাট করার সময় মাটিতে এক বার ব্যাট ঠুকেই দাঁড়িয়ে পড়ছেন। যাতে অফস্টাম্পের বাইরের বলে সহজেই পৌঁছে যেতে পারেন। শেষ বার রাসেলকে অফস্টাম্পের বাইরে বল করেই সফল হয়েছেন বোলাররা। এ বার সেই ছন্দ পাল্টে দিতে চান তিনি।

পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়ে সোমবার অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথম বক্তব্যেই বুঝিয়ে দিলেন, তিনি দলের নেতার চেয়ে বন্ধুই বেশি। তিনি বলেন, ‘‘সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে খুবই খুশি। আগে আমরা একসঙ্গে অনুশীলন করার সময় পাইনি। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এই কয়েকটা দিনই আমরা হাতে পেয়েছি। যা কাজে লাগাতে হবে।’’

আরও পড়ুন: Women’s World Cup 2022: মেয়েদের বিশ্বকাপে ফের জয়ী ভারত

শ্রেয়সের বক্তব্য মন জয় করেছে রাসেলের। বক্তব্যের শেষেই তাঁকে এসে জড়িয়ে ধরলেন আন্দ্রে রাসেল (Andre Russell), শিবম মাভিরা।