শুক্রবার, সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বাড়িতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের বাড়িতে তিনি। একইসাথে নৈশভোজে মহারাজের সঙ্গে এক টেবিলে দেখা যায় অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, স্বপন দাসগুপ্ত, সুকান্ত মজুমদার এবং স্নেহাশিস গাঙ্গুলীকে। উপস্থিত ছিলেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং মা নিরূপা গাঙ্গুলীও।

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সৌরভের (Sourav Ganguly) বাড়িতে নৈশভোজে ছিল এলাহী আয়োজন। সুত্রের খবর, মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মোচার চপ, ছানা কড়াইশুঁটির চপ, পুরভরা আলু, এঁচোড়ের কালিয়া, ছানার কোপ্তা, দই, মিষ্টি, পান।

আরও পড়ুন: Glenn Maxwell: কোহলীর সঙ্গে আর ব্যাট করতে চান না ম্যাক্সওয়েল!

অন্যদিকে বিজেপির একটি সূত্রের দাবি, অমিত শাহ নিজেই সৌরভের (Sourav Ganguly) বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতোই বার্তা পৌঁছয় বেহালায়। তারপর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়েছিল। তবে প্রত্যাশিত ভাবেই এর মধ্যে উভয়পক্ষই ‘রাজনীতি’ আনতে চাইছে না। যদিও রাজনীতির অনুষঙ্গ এসেই পড়ছে। কারণ, রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি যে সৌরভকে ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হিসেবে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করেছিল, তা সকলেরই জানা।