একগুচ্ছ কর্মসূচি নিয়ে দু’দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ-এর একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি এরাজ্যে দলীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন অমিত শাহ।

 

বিজেপি সূত্রে খবর, ৫ মে, সকালে দিল্লির পালাম বিমানবন্দর থেকে রওনা দেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নেমে সেখান থেকে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে। সেখানে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটালিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নর্মদা বিএসএফ ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি বোটে চড়ে সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করার কর্মসূচি রয়েছে তাঁর। বিএসএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বাংলাদেশ লাগোয়া ভারত সীমান্ত নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।এরপর হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে কল্যাণী যাবেন তিনি। সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে যাবেন কলকাতা বিমানবন্দরে। পরের গন্তব্য শিলিগুড়ি। শিলিগুড়ির দার্জিলিং মোড়ে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদান করবেন অমিত শাহ। সেখান থেকে নৌকাঘাট মোড়ে ঠাকুর পঞ্চাননের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডের জনসভায় ভাষণ দেবেন অমিত শাহ।৬ মে, দার্জিলিং থেকে সড়পথে বাগডোগরা বিমানবন্দরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে থেকে বিশেষ হেলিকপ্টারে তিনি কোচবিহারের তিনবিঘা কনফারেন্স হলে পৌঁছাবেন। তিনবিঘা এলাকা পরিদর্শন করবেন অমিত শাহ। তিনবিঘায় জওয়ানদের সঙ্গে চা-চক্রে যোগ দেবেন অমিত শাহ। সেখানেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপরেই ফিরে আসবেন কলকাতায়। কলকাতায় ফিরেই দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক করবেন দলের সাংসদ-বিধায়কদের সঙ্গেও। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পর্যটনমন্ত্রকের অনুষ্ঠানে যোগও দেবেন। এছাড়া রয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা । রাতেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

বিমানবন্দরেই অমিত শাহকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক প্রমুখ।শুক্রবার অবধি রাজ্যে থাকছেন অমিত শাহ। দু’দিনেই সরকারি ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। আর সেই সফরের শাহর সর্বক্ষণের সঙ্গী হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

আরো পড়ুন:Amit Shah:শেষবেলায় সফরসূচি বদল অমিত শাহের