আইপিএলের এই মরসুম শুরুর আগেই আগেই নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু মরসুমের মাঝপথে ফের দায়িত্ব নিতে হল তাঁকে। মাঝপথে নেতৃত্ব ছাড়লেন রবীন্দ্র জাডেজা। ধোনি জানিয়েছেন, দলের স্বার্থে অধিনায়কত্বে ফিরছেন।

কিন্তু প্রশ্ন উঠছে, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ফের নেতৃত্ব ছাড়ার পরে চেন্নাই সুপার কিংসের পরবর্তী অধিনায়ক কে হবেন। রবীন্দ্র জাডেজাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ব্যর্থ হয়েছেন। তা হলে কার উপরে ভরসা দেখাবে ম্যানেজমেন্ট। দলে আর কেউ রয়েছেন যিনি চেন্নাইয়ের অধিনায়ক হতে পারেন। না কি পরের বছর অন্য কোনও ক্রিকেটারের দিকে নজর দেবে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: Virat Kohli: কোহলীর অর্ধশতরান দেখে উচ্ছ্বাসে মাতলেন অনুষ্কা

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি, ২০৪ ম্যাচে চেন্নাইয়ের অধিনায়কত্ব করেছেন ধোনি (MS Dhoni)। তাঁর বয়স এখন ৪০। আর কত দিন আইপিএল খেলবেন তার নিশ্চয়তা নেই। তাই এখন থেকেই তাঁর বিকল্প তৈরি রাখতে হবে সিএসকে ম্যানেজমেন্টকে। এই মরসুমের শুরুতে চেন্নাইয়ের তরফে জানানো হয়েছিল, ২০২২ সাল ও তার পরেও ধোনি দলের সঙ্গে থাকবেন। তাই হয়তো কিছুটা সময় এখনও রয়েছে তাদের কাছে।